• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অভিজিৎ’র সব হত্যাকারী চিহ্নিত, চলছে গ্রেপ্তার অভিযান : ডিএমপি কমিশনার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের সব হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।
একইসঙ্গে তিনি জানান, এবারের বইমেলায় কোনো প্রকাশক চাইলে তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে।
এর আগে ২০১৬ সালের ২১ আগস্ট অভিজিৎ রায়ের সন্দেহভাজন খুনিদের ভিডিও প্রকাশ করে তাদেরকে গ্রেপ্তারে নগরবাসীর সহায়তা চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ সময় তিনিও গুরুতর আহত হন।